হোম > ছাপা সংস্করণ

এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে আমার মোবাইলে একটা কল আসে। মোবাইলে কথা বলা ওই ব্যক্তি নিজেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দেন। ওই ব্যক্তি জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের বিদ্যালয়ের জন্য ল্যাপটপ দেওয়া হবে। এ জন্য আট হাজার টাকা পাঠাতে হবে। সহকারী কমিশনার (ভূমি) পরিচয় পেয়ে আমি টাকা পাঠিয়ে দিই। পরে বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় বিকেলে একটি লিখিত অভিযোগ করেছি।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’

এ দিকে সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, ‘বিষয়টি খুবই হতাশাজনক। এভাবে টাকা চাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমার নাম্বার ক্লোন করে একটি অসাধু মহল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের কাছে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা চাচ্ছে। যা সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। এ বিষয়ে সবাইকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এসি ল্যান্ডের ফেসবুক আইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আইডি থেকে সতর্কমূলক পোস্ট দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ