ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে এসব জব্দ করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অভিযান টের পেয়ে নৌকা ও জাল ফেলে পালিয়ে যান জেলেরা। পরে জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় ৫১ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। ইলিশ রক্ষায় ৪ উপজেলায় এই অভিযান চালানো হয়েছে।