কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ইয়াবা ও ২৮ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার আগরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আগরপুর হারিয়াকান্দা গ্রামের মো. রাসেল মিয়া , বরচারা গ্রামের মো. উজ্জ্বল মিয়া ও বাজিতপুর উপজেলার সরারচর বাল্লা গ্রামের মো. উজ্জ্বল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে গোপন সাংবাদের ভিত্তিতে কুলিয়ারচরের আগরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪ টি ইয়াবা ও ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’