বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে অনুসারীদের সঙ্গে নিয়ে প্রচারণায় মাঠে নেমে পড়েছেন।
এ দিন চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যা পদে ১৩ জন সর্বমোট ৮৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিধান রায় (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক (আনারস প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আবদুল গফুর মোল্লা (মোটরবাইক প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মো. বিদার শিকদার (ঘোড়া প্রতীক), ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরিফুল ইসলাম (হাতপাখা প্রতীক)।
উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জলমা ইউপি নির্বাচন।