হোম > ছাপা সংস্করণ

সহায়ক উপকরণ পেল প্রতিবন্ধীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

হেলভেটাস সুইস ইন্টার কো–অপারেশনের আর্থিক সহযোগিতায় ২১ প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ দিয়েছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন কুড়িগ্রাম। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চত্বরে সুবিধাভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের কুড়িগ্রাম বেজ অফিসের কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি প্রকল্পের আওতায় এসব উপকরণ দেওয়া হয়। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল ট্রাই-সাইকেল ২টি, হুইল চেয়ার ১০টি, স্ট্যান্ডিং ফ্রেম ১টি, টয়লেট চেয়ার ৫টি, ইউরিন পট ৩টি।

সংস্থাটির কুড়িগ্রামের বেজ ম্যানেজার আব্দুল গফুর জানান, ইতিমধ্যেই প্রকল্পের আওতায় ৬৮ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার পর কানে শোনার যন্ত্র বিতরণ করা হয়েছে এবং ৮০০ সদস্যকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে।

উপকরণ গ্রহণের পর উপকারভোগীরা হেলভেটাস ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসব সহায়ক উপকরণ তাঁদের চলাচলের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এতে তাদের প্রতিবন্ধকতা কিছুটা হলেও লাঘব হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ