খাগড়াছড়ির দীঘিনালায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট।
গতকাল রোববার সকাল ১০টার দিকে দীঘিনালা উপজেলা পরিষদের অডিটোরিয়াম আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ কর্তৃক। এ সময় দীঘিনালা উপজেলাধীন কবাখালী ইউনিয়নের আলী নগর ও মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ্র কারবারি পাড়ার ৬০ জন সুফলভোগীকে জনপ্রতি ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।
এতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ধীমান খীসা, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকি বিল্লাহ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক জেনারেলিস্ট রাকিবুল হাসান শুভ, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমুখ।