মাদারীপুরে বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নিখোঁজ হওয়া চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের ছাত্র আবু সুফিয়ানের সন্ধান মেলেনি। গত মঙ্গলবার মঙ্গলবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয় আবু সুফিয়ান।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার জানান, মঙ্গলবার সকাল ১০টার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী আবু সুফিয়ান বাড়ি থেকে হয়। দুপুর ২টার পরও বাড়িতে না আসায় তার বাবা–মা বিদ্যালয় খোঁজ নেন। সেখানেও আবু সুফিয়ান আসেনি বলে জানতে পারে। পরে শিক্ষার্থীর নিকট আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেও তার হদিস পায়নি। সন্ধ্যায় তার বাবা মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। তারপরে মাদারীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেও খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। গতকাল বুধবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার তেমন কোনো শত্রু নেই। আমার সন্তানের গায়ে ‘চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ে’র ইউনিফর্ম পড়া ছিল। বয়স ১৩ বছর হবে। যদি কেউ আমার সন্তানকে পেয়ে থাকেন, তাহলে সদর থানায় অথবা আমার নিজ বাড়িতে থানতলীতে যোগাযোগ করবেন।’
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ দিয়েছে। আমরাও চেষ্টা করছি শিশুটিকে উদ্ধার করার। কেউ পেয়ে থাকলে থানায় যোগাযোগের অনুরোধ করছি। এ ছাড়া মাদারীপুরের অন্য থানাগুলোতেও খোঁজ করা হচ্ছে।’