হোম > ছাপা সংস্করণ

পাবনায় এক সপ্তাহে শনাক্ত ১১১৮ জন

পাবনা প্রতিনিধি

পাবনায় আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭০ জন। আর এক সপ্তাহে মোট শনাক্ত ১ হাজার ১১৮ জন।

গত ডিসেম্বরে আক্রান্তের হার যেখানে ছিল শূন্য দশমিক ৮৩ এবং জানুয়ারিতে ১৩ দশমিক ৩৮ শতাংশ। সেখানে ফেব্রুয়ারিতে মাত্র দুই দিনে শনাক্তের হার ২৮ দশমিক ৪৮ শতাংশ। গত এক সপ্তাহে শনাক্তের হার ৩২ দশমিক ১৫ শতাংশ। এ তথ্যে দেখা যায় জেলায় লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার।

পাবনা সিভিল সার্জন কার্যালয়ে প্রধান হিসাবসহকারী অংশুপতি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর গত এক সপ্তাহে ৩ হাজার ৪২৯ জনের পরীক্ষা করে ১ হাজার ১১৮ জনের পজিটিভ পাওয়া গেছে। আর জেলায় করোনা শুরুর পর এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৮০৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮। এক সপ্তাহে সুস্থ হয়েছেন ৩১৩ এবং এ যাবৎ সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ১১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্য রেড জোনে ৬ এবং ইয়েলো জোনে ৫ জন ভর্তি রয়েছে।

পাবনার সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, জেলায় করোনা ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে। ২৯ লাখ ৮৪ হাজার ৭২০ জনসংখ্যার বিপরীতে গতকাল বুধবার পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ২৯ লাখ ৫২ হাজার ৬৫ জনকে। যেহেতু আবার করোনা বাড়তে শুরু করেছে, সেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ