কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পের সময়সীমা পার হয়েছে চার মাস আগেই। অথচ, এখনো চূড়ান্ত হয়নি শ্রেণিকক্ষের জায়গা।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বিদ্যালয়টির অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণকাজের অনুমোদন দেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। এতে ব্যয় ধরা হয় প্রায় এক কোটি তিন লাখ ৫৩ হাজার ১৮১ টাকা চুক্তিমূল্য ধরা হয় প্রায় ৯১ লাখ ১৯ হাজার ১৯ টাকা। টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পাদনের জন্য ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয় কুষ্টিয়া আড়ুয়াপাড়ার মেসার্স আরিফ এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী গত বছরের ৩ অক্টোবর কাজ শুরু করে চলতি বছরের ২৯ জুন শেষ হওয়ার কথা। কিন্তু জায়গা নিয়ে ঝামেলা থাকার কারণে এখনো কাজ শুরু হয়নি।
মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ভবন নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ফেলেছেন ঠিকাদার। কিন্তু কাজ শুরুর কোনো নমুনা পাওয়া যায়নি।
এ বিষয়ে ঠিকাদার সাইদুর রহমান লালু বলেন, ‘নির্ধারিত স্থানে ভবন নির্মাণের জায়গার সংকুলান হচ্ছে না। ফলে প্রকৌশলী অফিস পুনরায় স্থান নির্ধারণ করে দেয়। কিন্তু সেখানে কাজ শুরু করতে বাঁধা দিচ্ছেন স্থানীয়রা। এ কারণে মালামাল নিয়ে এসেও নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।’
স্থানীয় শাজাহান বলেন, ‘খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করার চেষ্টা করছে ঠিকাদার। আমরা মাঠ রক্ষায় প্রকৌশলী অফিসে অভিযোগ দিয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রিনা পারভীন বলেন, ‘জায়গার কারণে ভবন নির্মাণকাজ থেমে আছে। যে ভাবেই হোক নির্মাণকাজ শুরু চাই আমরা। রাস্তার পাশে হলেও সমস্যা নেই।’
উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, ‘জায়গাজনিত কারণে মেয়াদ শেষ হলেও এখন নির্মাণকাজ শুরু হয়নি। কিন্তু গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে। জায়গার সমস্যার সমাধান হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।’