চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের পরিস্থিতির খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। অন্তত আরও এক সপ্তাহ যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে হিমেল বাতাসের কারণে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে। আগামী সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
যশোরের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার যা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই–তিন দিন ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর তাপমাত্রা ওঠানামা করতে পারে। ২৪ ও ২৫ ডিসেম্বর তাপমাত্রা ১১ ডিগ্রিতে উঠলেও এখনো প্রায় এক সপ্তাহ যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, বর্তমানে জেলার ওপর দিয়ে ১০-১২ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে চলেছে। যা মাঝে মাঝে বাড়ছেও। যে কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
এ দিকে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেগ পেতে হচ্ছে জীবিকার তাগিদে বের হওয়া সাধারণ মানুষকে। বাড়ছে রোগব্যাধিও।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গত দুই দিনে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শুধু বহির্বিভাগে প্রায় ৪০০ মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। তবে শিশু ও বৃদ্ধরাই এসব রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।