হোম > ছাপা সংস্করণ

ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলীকে হত্যাচেষ্টার অভিযোগে তারা মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ইউপি চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে। এ নিয়ে রৌমারী থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত তারা মিয়ার বাড়ি উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী নয়াপাড়া গ্রামে।

পুলিশ জানায়, রোববার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে তারা মিয়া পূর্ব পরিকল্পিতভাবে যাদুরচর ইউপির চেয়ারম্যান সরবেশ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপান। এ সময় জখম হন ইউপি চেয়ারম্যান। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তারা মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে কুড়াল ও একটি ছুরি জব্দ করেছে।

আহত চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ‘ওই যুবক চাইনিজ কুড়াল নিয়ে আমার বাড়িতে এসে আমার ওপর আকস্মিক হামলা চালান। এ সময় আমার বাম হাতের তালু কেটে যায়। পরে চিৎকারে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’

এ বিষয়ে তারা মিয়া বলেন, ‘আমি তাঁকে মারতে যাইনি। শুধু ভয় দেখাতে গিয়েছিলাম। এ সময় তাঁর লোকজন আমাকে ধরে বেদম মারধর করেন। চেয়ারম্যান আমার আপন চাচাতো ভাই। তাঁর কাছে আমাদের জমির শরিক রয়েছে। সেই জমি বের করে দেওয়ার কথা বলে ২৫ বছর ধরে আমাদের ঘুরাচ্ছেন।’

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুক্তারুল ইসলাম বলেন, ‘ওই চেয়ারম্যানের বাম হাতে কুড়ালের আঘাতের কারণে জখম হয়েছে। তাঁর হাতে সাতটি সেলাই দেওয়া হয়েছে।’

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ তারা মিয়াকে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি জব্দ করে। এ ঘটনায় চেয়ারম্যান সরবেশ আলী বাদী হয়ে গতকাল রৌমারী থানায় মামলা দায়ের করেছেন। ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ