হোম > ছাপা সংস্করণ

ধানকোড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি বহিষ্কৃত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার তাঁকে সাময়িক বহিষ্কার করা হয় এবং একই সঙ্গে ৯০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, এক বৈঠকে সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান জানান, শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের খামার বাড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বসা হয়েছিল। সেখানে ধানকোড়া ইউনিয়নের সভাপতি আব্দুল হক সিনিয়র নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৯০ দিনের মধ্যে এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শাতে ব্যর্থ হলে তাঁকে স্থায়ী বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। তিনি ধানকোড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল রউফের ভাই।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দলের কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করিনি। মন্ত্রীর খামার বাড়িতে যা বলেছি তা দলের ভালোর জন্য বলেছি। দল আমার বিরুদ্ধে অন্যায়ভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ৯০ দিনের মধ্যেই কারণ দর্শানোর জবাব দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ