হোম > ছাপা সংস্করণ

থানচিতে নবনির্বাচিত সদস্যদের শপথ আজ

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্যদের শপথ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ দুপুরে নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি।

উপজেলার ৪টি ইউপির ৩৬টা ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত ৩৬ জন সদস্য ও ১২ জন সংরক্ষিত সদস্যের শপথ হবে আজ। শপথবাক্য পাঠ করে এলাকার মানুষকে সেবা দিতেও প্রস্তুত তাঁরা।

গতকাল বুধবার সকালে কথা হয় দুর্গম ইউনিয়ন ১ নম্বর রেমাক্রী ইউপি ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নবনির্বাচিত মহিলা সদস্য উমাচিং মারমার সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামী ক্যচিংঅং মারমা ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর রেমাক্রীতে ইউপি সদস্য ছিলেন। এ সময় জনগণের অনেক সেবা করেছেন তিনি। সে সুবাদে আমি গত ২৬ সে ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে এলাকার জনগণ অনেক ভালোবেসে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। তাই আজ শপথ নিয়ে আমি আমার স্বামীর নাম উজ্জ্বল করার এবং আমাদের পরিবারের সকলের নাম উজ্জ্বল করতে জনসেবা কাজে ক্লান্তিহীন কাজ করে যাব।’

থানচি সদর ইউপির গত ২০১১-২০১৬ ও সর্বশেষ ২০২১ সালে ইউপি নির্বাচনে তিনবারে নির্বাচিত সংরক্ষিত ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য নুচিংপ্রু মারমা বলেন, ‘আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার জনগণ ভালোবাসা দিয়েছেন, তাদের সেবা সর্বদায় কাজ করে যাচ্ছি। আজ শপথ নিয়ে অসমাপ্ত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আগামী পাঁচ বছর নিদ্রাহীন সেবা নিয়োজিত থাকবে।’

গত বছরের ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে থানচি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত ৩ জন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়।

ইউএনও কার্যালয়ের অফিস সহকারী রূপক মিত্র জানান, আজ সদস্যরা শপথ নিবেন। ৮ ফেব্রুয়ারি নবনির্বাচিত ৪ চেয়ারম্যানকে জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করাবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ