হোম > ছাপা সংস্করণ

মেয়ের খোঁজে ছবি হাতে পথে ঘুরছেন মা

চারঘাট প্রতিনিধি

২০ দিন ধরে নিখোঁজ মেয়ে। সন্ধানে ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় মা। পথচলতি মানুষকে সেই ছবি দেখিয়ে জিজ্ঞেস করছেন, মেয়েটিকে কোথাও তাঁরা দেখেছেন কি না। ঘটনাটি রাজশাহীর চারঘাট উপজেলার।

জানা গেছে, চারঘাট উপজেলার অনুপামপুর গ্রামের জাহানারা বেগমের মেয়ে ইতি বেগম তাঁর স্বামীর বাড়ি থেকে ২০ দিন আগে নিখোঁজ হন। উপজেলার ডাকরা গ্রামের রাহাবুল ইসলামের স্ত্রী এবং ৮ ও ১২ বছর বয়সী দুই সন্তানের জননী তিনি। নিখোঁজ মেয়ের সন্ধান চেয়ে ৫ ফেব্রুয়ারি চারঘাট মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মা জাহানারা বেগম।

জাহানারা বেগম বলেন, গত ৩ ফেব্রুয়ারি জামাতা রাহাবুল ইসলামের মাধ্যমে জানতে পারেন তাঁর মেয়ে ইতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান না পেয়ে এখন মেয়ের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি।

জাহানারা বেগম বলেন, ‘আমি ক্লিনিকে আয়ার কাজ করি। মেয়ের বিয়ে দিয়েছি ১৭ বছর আগে। কিন্তু এখনো মেয়ের জামাই যৌতুকের টাকা চেয়ে চাপ দেয়। আমি টাকা দিতে পারিনি। আমার ধারণা, এই নিখোঁজের পেছনে আমার মেয়ের জামাই রাহাবুল জড়িত।’

তবে অভিযোগ অস্বীকার করে নিখোঁজ ইতি বেগমের স্বামী রাহাবুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে পারিবারিক কোনো ঝামেলা ছিল না। আর যৌতুকের টাকা নিয়ে কোনো ঘটনা ঘটেনি। বরং আমার নিজের ধার দেওয়া পাওনা টাকা নিয়ে ঝামেলা হয়েছিল কয়েকবার।’

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জিডি পেয়ে তাৎক্ষণিক দেশের সব থানায় তথ্য পাঠিয়েছি। এ ছাড়া ওই নারীকে খুঁজতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ