হোম > ছাপা সংস্করণ

ভাষার দাবিতে বঙ্গবন্ধুই প্রথম গ্রেপ্তার হন

ঢাবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. নূরুর রহমান খান। কে এম খালিদ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা পুরো পাকিস্তানের হিসেবে প্রথম রাজবন্দী ছিলেন বঙ্গবন্ধু। তিনিই প্রথম ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তখনকার সচিবালয়ের সামনে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

সভাপতির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শাস্ত্র ও রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার প্রচলন। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর সে স্বপ্ন সারা পৃথিবীর স্বপ্ন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ