হোম > ছাপা সংস্করণ

কমেছে পেঁয়াজের ঝাঁঝ

খুলনা প্রতিনিধি

সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। খুলনা নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মানভেদে প্রতিকেজি পেঁয়াজ এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম কমছে।

নগরীর সোনাডাঙ্গার ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ী মো. আবদুল মালেক জানান, গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০ টাকা করে কমে গিয়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার কারণে চাষিরা তাঁদের ঘর থেকে মজুত রাখা এ পণ্যটি বের করে দিচ্ছে। ফলে বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে। যে কারণে পণ্যটির মূল্য কমে গেছে।

পূজার কারণে গত তিন দিন বর্ডার বন্ধ থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজ তেমন নেই। তবে বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসছে তাতে মনে হয় আগামী কয়েক দিনের মধ্যে এ পণ্যটি ক্রেতাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে বলে তিনি জানিয়েছেন।

পেঁয়াজের দাম সম্পর্কে জেলা বাজার কর্মকর্তা সালাম তরফদার বলেন, ‘স্বাভাবিকভাবে বছরের এই সময়ে পেঁয়াজের দাম একটু বেশি থাকে। এ বছরও তাই হয়েছে। তবে প্রান্তিক চাষিরা তাঁদের মজুত বাজারে বিক্রি করায় দাম আবারও কমছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ