ভারতের মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি জেলার মারদিনটোলা বনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ জন নকশাল নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাঁদের পার্শ্ববর্তী জেলা নাগপুরে নেওয়া হয়েছে। গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, পুলিশের সি-৬০ কমান্ডো গতকাল সকালে কোর্চির মারদিনটোলা বনে তল্লাশি অভিযান পরিচালনা করছিল। এ সময় নকশালদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁদের মধ্যে নকশালদের একজন শীর্ষনেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।