হোম > ছাপা সংস্করণ

গুদাম থেকে ভিজিডির চাল তুললেও পাননি কার্ডধারীরা

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৮২ জন সুবিধাভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ না করার অভিযোগ উঠেছে। অথচ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের চাল সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

এদিকে চালের দাবিতে গতকাল রোববার দুপুরে গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন ভিজিডির সুবিধাভোগী কার্ডধারী নারীরা।

দৌলতপুর গ্রামের সেলিনা আক্তার, রাবিয়া আক্তার, পারভীন আক্তার ও রুপালি বেগমসহ একাধিক সুবিধাভোগী নারী জানান, প্রায় চার মাস হয়ে যাচ্ছে তাঁরা চাল পাচ্ছেন না। এ কারণে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও তাঁরা কোনো সুরাহা পাচ্ছেন না। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, চাল পরে বিতরণ করবেন।

এ বিষয়ে জানতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহে তিনি চালের ডিও চেয়ারম্যানদের দিয়ে দেন। গৌরীপুর ইউপিতেও নভেম্বর মাস পর্যন্ত ডিও দিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, গৌরীপুরের ইউপি চেয়ারম্যান সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল উত্তোলন করে নিয়ে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। কেন তাঁর বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ আনা হবে না, এই মর্মে চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ