ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেস ক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব সংকর দাশ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন, প্যানেল মেয়র গণি চান মকসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, আজিজুল ইসলাম মিঠু, মিঠু সূত্রধর পলাশ, আমজাদ হোসেন, মো. সেলিম রেজা, শফিকুল ইসলাম বাদল, মো. রবিন সায়িফ ও খলিল পরদেশী প্রমুখ।