রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিভাগে এইচএসসির যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় ৩৫৬ জন অনুপস্থিত ছিল। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বিভাগের আটটি জেলায় এই বিষয়ের পরীক্ষার্থী ছিল ৯ হাজার ২০৮ জন। এর মধ্যে ৮ হাজার ৮৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ৩৫৬ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীর তুলনায় ৩ দশমিক ৮৬ শতাংশ পরীক্ষায় অংশ নেয়নি।