নওগাঁর মান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাকুড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শাকিল হোসেন (২০)। সে ওই উপজেলার বাসিন্দা ও একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই স্কুলছাত্রী ঘরের বাইরে গেলে অভিযুক্ত শাকিলসহ তার দুই বন্ধু ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। তারা ওই গ্রামের মাঠে নিয়ে যায়। সেখানে দুই বন্ধুর সহায়তায় শাকিল তাকে ধর্ষণ করে।