বাসাইল উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও চারটি সড়ক উন্নয়নে সাড়ে ছয় কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ফুলকি ইউনিয়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে ময়থা গাছপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এক কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ময়থা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে কাউলজানী ইউনিয়নের মহেশখালি, কাশিল ইউনিয়নের বাথুলী-দেউলী, বাঘিল-ফুলবাড়ি ও নথখোলা-থুপিয়া রাস্তাসহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল, কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির প্রমুখ।