কুমিল্লা সদর উপজেলায় ১৯৬ বোতল ফেনসিডিলসহ মো. রহিম (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। গত সোমবার রাতে সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার রসুলপুর গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সদর উপজেলার নিশ্চিন্তপুর (ক্যান্টনমেন্ট) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ মো. রহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচা–কেনা ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।