বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সড়কের পাশে গতকাল একাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘর তৈরির মালামাল বাজেয়াপ্তসহ আব্দুল কুদ্দুছ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাটাজোর ইউনিয়নের বাটাজোর বাজার সংলগ্ন হরহর এলাকায় প্রবহমান সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। এতে পানির প্রবাহে বাধাগ্রস্ত হয়। এ কারণে এবং অবৈধ ভাবে প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন করায় একটি দোকান ঘর সম্পূর্ণ ও কয়েকটি দোকান আশিংক উচ্ছেদ করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দোষী সাব্যস্থ হওয়ায় বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুছকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গৌরনদী মডেল থানার একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।