নান্দাইলে লাকি আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাকি খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বাহাদুরনগর গ্রামের আ. মন্নাসের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, লাকি ও তাঁর পরিবারের সদস্যরা ইউনিয়নের কামালপুর গ্রামে নানির বাড়িতে থাকেন। বাবা আ. মন্নাস মাটি কাটার কাজ করেন। রোববার বিকেলে লাকীর মা তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে যান। বাবা মাটি কাটার কাজে ছিলেন।
বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ‘গলায় ফাঁস’ দেন। লাকী আক্তারের মামাতো ভাই তাঁকে ঝুলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন। পথে কানুরামপুর বাজারের চিকিৎসক আ. হালিম তাঁকে মৃত ঘোষণা করেন।
মোয়াজ্জেমপুর ইউপির চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, মেয়েটি রোববার বিকেলের দিকে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়েছে।
নান্দাইল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ কলেজছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।