কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তানভীর তারেকের উপস্থাপনায় তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন শিল্পীর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
আইয়ুব বাচ্চুর গান, তাঁর স্মৃতি সংরক্ষণ ও দাম্পত্যজীবন নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন তৈরির উদ্যোগের কথাও। অনুষ্ঠানে আরও ছিলেন এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। আজ রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে অনুষ্ঠানটি।