নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। গত বৃহস্পতিবার বিকেলে জিকরুল হক সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার।
বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন আকতার, শওকত হায়াত শাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি পারভেজ লিটন, সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর বিএনপির আহ্বায়ক শেখ বাবলু প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক বলেন, মিথ্যা মামলা দিয়ে সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার এবং বিদেশে নিতে বাধা দিচ্ছে। দ্রুতই এক দফার আন্দোলন শুরু হবে বলে জানান তিনি।
পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।