হোম > ছাপা সংস্করণ

একসঙ্গে তিন ফসলের চাষ

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় সাথি ফসল চাষ করে সফল হচ্ছেন কৃষকেরা। এমনই এক কৃষক মোস্তাফিজুর রহমান পাবু দেওয়ান। শহরের ইছাপুর দেওয়ানপাড়া মাঠে মাল্টা খেতে পাতা কপি ও থাই পেয়ারা অর্থাৎ তিন ফসলি চাষ করেছেন তিনি। পাশাপাশি খেতের আইলে ঢ্যাঁড়স গাছও লাগিয়েছেন। যা থেকে বাড়িতে খাওয়ার ঢ্যাঁড়সও পাচ্ছেন।

গতকাল শনিবার দুপুরে ইছাপুর দেওয়ানপাড়া মাঠে গিয়ে দেখা গেছে, পাকা সড়কের ধারে এক বিঘা জমিতে মাল্টা গাছ লাগিয়েছেন পাবু। ৯টি সারির প্রতিটিতে ১৪ থেকে ১৫টি করে মাল্টা গাছ রয়েছে। এর মধ্যে শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি চাষ করেছেন। আবার একই জমিতে লাগিয়েছেন থাই পেয়ারার চারা।

মাঠে কৃষক পাবু দেওয়ানকে না পাওয়া গেলেও এ সময় মাঠে থাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিউদ্দিন বলেন, মাল্টা দীর্ঘমেয়াদি ফসল। পেয়ারাও দীর্ঘমেয়াদি ফসল। খেত ফেলে না রেখে তার মধ্যে বাঁধাকপি চাষ করেছেন কৃষক পাবু। এ জমি থেকে পাবু তিন লক্ষাধিক টাকার পাতা কপি বিক্রি করতে পারবেন।

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস জানান, ‘চৌগাছার মাটি সবজি চাষের জন্য উর্বর। তা ছাড়া এখন বাজারে সবজির দামও ভালো। কৃষকেরা জমি ফেলে না রেখে পেয়ারা ও মাল্টা খেতের মধ্যে বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদি সবজি চাষ করতে উৎসাহী হচ্ছেন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও তাঁদের এ ধরনের সাথি ফসল চাষে উৎসাহ দিচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ