হোম > ছাপা সংস্করণ

জ্বালানির মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

‘সরকার ব্যবসায়িক হিসাব-নিকাশ করে দেশ চালানোর চেষ্টা করছে।’ গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়ায় গ্রীণ কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

সংসদের বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, ‘আমরা এর ঘোর বিরোধিতা করি। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আমরা এই পদক্ষেপ থেকে সরকারকে দূরে আসা ও পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি। আমরা মনে করি, দেশের সহনশীল স্বার্থ প্রথমে দেখতে হবে। আপনারা যা করবেন, তা যুক্তিসংগতভাবে করবেন।’

জি এম কাদের বলেন, ‘কৃষকেরা যে জিনিস বিক্রি করছেন ৫-১০ টাকা, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে ৫০-৬০ টাকা হয়ে যায়। খরচ যেমন বাড়ছে, আয় বাড়ছে না। মানুষের চাকরি ও ব্যবসার সুযোগ-সুবিধা কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে। করোনাকালে আন্তর্জাতিক বাজারেই তেলের দাম কম ছিল। তখন তো তেলের দাম কমানো হয়নি।’

স্মরণ সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ