রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৭০০ গ্রাম ওজনের একটি সাকার মাছ। গতকাল বুধবার সকাল ৬টার দিকে উপজেলার অন্তর মোড় এলাকার অদূরে পদ্মা নদীতে জেলে সুমন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে জেলে সুমন হালদার মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত দেলোয়ার হোসেনের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে মাছটি উন্মুক্ত নিলামে ওঠানো হলেও কেউ কিনতে আগ্রহী হননি।
সাকার ফিশ নামেই অধিক পরিচিত হলেও এটির আসল নাম সাকার মাউথ ক্যাটফিস। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস। অ্যাকোরিয়ামে চাষযোগ্য বিদেশি প্রজাতির এই ক্ষতিকর সাকার ফিশ এখন হরহামেশাই দেখা যাচ্ছে।
মৎস্য আড়তের মালিক দেলোয়ার হোসেনের ছোট ভাই মিলন বলেন, সাকার মাছটি উন্মুক্ত নিলামের ওঠানো হলেও কেউ দাম করে নাই। পরে জেলে আমাদের কাছেই রেখে যান। অনেকেই মাছটি না খাওয়ার জন্য বলেন। শুনেছি এই মাছ অন্য সব মাছকে খেয়ে ফেলে। এরপরও সবশেষে কোনো উপায় না পেয়ে পাছটি নিজেদের পুকুরে ছেড়ে দিয়েছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানিতে এমন মাছ খুব কমই দেখা মেলে। এই মাছ দেখতে কিছুটা ভয়ংকর।