শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান শিশু শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান করেছেন। হঠাৎ করেই গত সোমবার সকালে উপজেলা চত্বরের মধ্যে প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণি ও পঞ্চম শ্রেণিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করেন তিনি।
শিক্ষার্থী তাহমিনা ভূঁইয়া বলেন, ‘আমাদের ইউএনও স্যার খুব সুন্দর ক্লাস নিয়েছেন। স্যার মাঝে মাঝে এভাবে আসলে আমরা আরও উপকৃত হব।’ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আলম বলেন, ‘ইউএনও স্যার বিদ্যালয়ে উপস্থিত হয়ে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির পাঠদান করেন। তার ক্লাস করার কারণে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।’
ইউএনও মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। অনুধাবন ও অনুকরণ করতে হবে।’