যশোরের মনিরামপুরে ১৬ হাজার ১০৭ জনের নাম ভাতার তালিকায় অন্তর্ভূত করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। তাঁদের মধ্যে বয়স্কভাতার তালিকায় স্থান পেয়েছে ১০ হাজার ১৩৬ জনের, বিধবা বা স্বামী পরিত্যক্তার তালিকায় ৫ হাজার ২৭০ জনের এবং প্রতিবন্ধীর তালিকায় স্থান পেয়েছে ৭০১ জনের নাম। ইতিমধ্যে তালিকাভুক্তদের নামে ভাতার বই প্রস্তুত করেছে সমাজ সেবা কার্যালয়।
আগামী বছরের প্রথম সপ্তাহে বইগুলো বিতরণ করা হবে। ওই মাসেই তাঁরা ৬ মাসের ভাতার টাকা হাতে পাবেন। মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত আগস্টে মনিরামপুরে যোগ্যদের জন্য শত ভাগ ভাতা দেওয়ার ঘোষণা দেয় সরকার। এর পর এক মাসেরও অধিক সময় ধরে অনলাইনে আবেদন চায় সমাজ সেবা কার্যালয়। আবেদন করে তার একটি কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে (ইউপি) জমা দেন আবেদনকারীরা। পরে ইউপি সচিবরা সেই তালিকা উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেন। তখন ১৮ হাজারের ওপরে আবেদন জমা পড়ে।
মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আগে থেকে প্রতিবন্ধীদের শত ভাগ ভাতার আওতায় আনা হয়েছে। এবারও উপজেলার ৭০১ জন প্রতিবন্ধীকে নতুন ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
রোকনুজ্জামান বলেন, ‘এবার বয়স্ক ও বিধবাদের জন্য শত ভাগ ভাতা দেওয়ার ঘোষণা আসে। আমরা এ দুই শ্রেণির জন্য অনলাইনে আবেদন চাই। ১৮ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে আমরা ১৫ হাজার ৪০৬ জনের আবেদন গ্রহণ করে বই প্রস্তুত করছি। বাদ পড়া বাকি ৩ হাজার আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। তাঁদের আবেদন যাচাই করে যোগ্যদের দ্রুত সময়ের মধ্যে ভাতার আওতায় আনা হবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান আরও বলেন, ‘নতুন তালিকাভুক্তদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। জানুয়ারি মাসে বই দেওয়ার হবে।’