বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সেবা চালু করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার জানান, করোনা আক্রান্ত ও অন্যান্য রোগীদের জন্য বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কেন্দ্রীয় অক্সিজেন সেবা চালু হলো। এর মধ্য দিয়ে চিকিৎসাসেবা আরও উন্নত ও সহজ হয়েছে। এ সেবার আওতায় কেন্দ্রীয় লাইনের মাধ্যমে একসঙ্গে ২০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। জাইকার অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ এটি স্থাপন করেছে। এ সেবার আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডের রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার’র সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক ডা. তিলোত্তমা শাহরিনের সঞ্চালনায় সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।