ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন আরাফাত রহমান (১৪) নামের এক স্কুলছাত্র। গত রোববার রাতে লাকসাম উপজেলার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিমগাঁও মিয়াপাড়ায় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরাফাত স্থানীয় আল আমিন ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা নামার পরে বাসার পাশে ব্যাডমিন্টন খেলতে যায় আরাফাত। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত রহমানের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে। বাবা বিদেশ যাওয়ার পর থেকে তার পরিবার পশ্চিমগাঁও মিয়াপাড়ায় ভাড়া বাসায় থাকতে শুরু করে। করোনাভাইরাসে সংক্রামিত হয়ে আরাফাত রহমানের বাবা গত বছর মারা যান।
বিদ্যুতায়িত হয়ে আরাফাতের মারা যাওয়ার বিষয়টি লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেন।