কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে একটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগস্বর গ্রামের মেহেরুল লস্করের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে ঘরের ৪টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আসবাবপত্র, টাকা, মেহেরুলের ভিসা, পাসপোর্ট ও টিকিটসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবি।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের সাব–অফিসার আজিজুল হক বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে আশপাশের বাড়িঘর বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ওমান প্রবাসী সাকিল লস্কর বলেন, আগুন মুহূর্তেই ৪ কক্ষে ছড়িয়ে পড়ে। একটি জিনিসও বের করতে পারিনি। আমার ভিসা, পাসপোর্ট ও টিকিট পুড়ে গেছে। তিন মাসের ছুটিতে এসেছি। এখন আগুনে আমার সব শেষ। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।