হোম > ছাপা সংস্করণ

যশোর-বরিশাল-চট্টগ্রাম বিমান চালু হয়নি

খান রফিক, বরিশাল

যশোর-বরিশাল-চট্টগ্রাম বিমান সার্ভিস চালুর কথা ছিল অনেক দিন আগেই। কিন্তু ফ্লাইট চালুর প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি।

জানা যায়, দেশের ৩টি প্রশাসনিক বিভাগ, স্থল ও সমুদ্রবন্দরে দ্রুত যাতায়াতে এ রুটে বিমান চালুর আশ্বাস দেওয়া হয়েছিল এক বছর আগে। কিন্তু বাস্তবায়িত হয়নি আজও। যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে বিমান চলাচল করলে পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে যাতায়াত সহজ ও সময় সংক্ষিপ্ত হতো বলে জানান ব্যবসায়ী নেতারা। এদিকে দীর্ঘদিনেও বিমান সেবা চালু না হওয়ায় বরিশালে হতাশা বাড়ছে।

বরিশাল জনস্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব কাজী মুনাওয়ারুল ইসলাম অলি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে আকাশপথে যোগাযোগে চালুর দাবি দীর্ঘদিনের। পায়রা সমুদ্রবন্দর চালুর পর চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে সহজ যাতায়াতে যশোর-বরিশাল-চট্টগ্রাম ফ্লাইট চালু আরও জোরালো হয়। কিন্তু এটি বাস্তবায়ন না হওয়া ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ যশোর, চট্টগ্রামে যোগাযোগের ক্ষেত্রে বিপাকে পড়ছেন।

জানা গেছে, গত ২৬ মার্চ বরিশালে বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক সুধী সমাবেশে যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট চালুর দাবি তোলা হয়। তখন বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক এ দাবির সঙ্গে একমত পোষণ করে পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু বিষয়টির আর কোনো অগ্রগতি হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বরিশাল থেকে সড়কপথে চট্টগ্রামে পৌঁছতে ২০-২৪ ঘণ্টা এবং যশোর-বেনাপোল যেতে ৭-৮ ঘন্ট সময় ব্যয় হয়। পায়রা সমুদ্র বন্দর চালুর পর যশোর-বরিশাল-চট্টগ্রামে ব্যবসায়ীদের যাতায়াত আগের চেয়ে অনেক বেড়েছে। তাই ব্যবসায়ী মহল থেকেই দাবি উঠেছে এ রুটে বিমান চালু করার।

জানতে চাইলে বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে বিমান পরিবহন চালু এখন সময়ের দাবি। এ আকাশপথ চালু হলে তিনটি সমুদ্র ও দুটি স্থলবন্দরে যাতায়াত ব্যবসায়ীদের জন্য সহজ হবে। এতে এক দিকে যেমন সময় কমবে, তেমনি যোগাযোগ বাড়লে জীবন মানের উন্নয়নও ঘটবে বলে তিনি মনে করেন।

বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, পায়রা সমুদ্রবন্দর ও পর্যটনকেন্দ্র কুয়াকাটাসহ সমগ্র দক্ষিণাঞ্চলকে চট্টগ্রাম ও খুলনা-যশোর-বেনাপোলের সঙ্গে সংযুক্ত করতে যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে আকাশ পরিসেবা চালুর দাবি জানিয়েছেন। এতে করে দেশের ৩টি প্রশাসনিক বিভাগের মধ্যে সহজ ও দ্রুত যোগাযোগ চালু হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিমান বাংলাদেশের পরিচালক বিক্রয় ও বিপণন সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, যশোর-বরিশাল-চট্টগ্রাম ফ্লাইটের প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে সম্ভাব্য সবকিছু করবেন।

এ ব্যাপারে বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক আব্দুল রহিম সাংবাদিকদের বলেন, এ রুটে বিমানের সার্ভিস দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ