ঢাকা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহের ইন্টার্ন করার জন্য পনেরো জন ডাক্তার এসেছেন। এর মধ্যে নেপালের ডাক্তার সাতজন, কুয়েতের একজন এবং বাংলাদেশি ডাক্তার সাতজন।
গতকাল শনিবার সকাল দশটায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কমিউনিটি বেউজড প্রশিক্ষণের জন্য
এই ডাক্তারদের দুই সপ্তাহের ইন্টার্ন করার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শনিবার সকালে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসীমউদ্দিন। এ সময় তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহের ইন্টার্ন করার জন্য পনেরো জন ডাক্তার এসেছেন। এদের মধ্যে সাতজন নেপালের, একজন কুয়েতের ও বাকিরা বাংলাদেশি ডাক্তার। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহ থাকবেন। এই দুই সপ্তাহে তাঁরা জানবেন যে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কী ধরনের সেবা দেওয়া হয়।
তিনি এ সময় আরও বলেন, ‘আশা করি তোমরা এখান থেকে যার যার জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই স্থানে পৌঁছে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ওমর ফারুক, এলজিইডি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হানিফ মোরশেদী, কৃষি কর্মকর্তা ইয়াকুব মামুন প্রমুখ।