হোম > ছাপা সংস্করণ

সমালোচনাই যখন অভিষেকের শক্তি

অভিষেক বচ্চনের অভিনয় নিয়ে যেমন প্রশংসা হয়, সমানতালে হয় সমালোচনাও। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এমন কিছু সিনেমা তিনি করেছেন, যা এখনো সমালোচক থেকে সাধারণ দর্শক—সবার মনে রয়ে গেছে। আবার এমন অনেক কাজও আছে তাঁর ফিল্মোগ্রাফিতে, যেগুলো তীব্রভাবে সমালোচনার মুখে পড়েছে। তবে এসব সমালোচনাই নাকি শক্তি জোগায় অভিষেককে।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, নিজের কাছে একটি খাতা রাখেন তিনি। সেখানেই তিনি নিজের কাজের সব সমালোচনা থেকে শুরু করে খারাপ রিভিউ—লিখে রাখেন। এগুলোই নাকি তাঁকে অনুপ্রেরণা দেয়। এসব সমালোচনার ওপর ভিত্তি করেই নিজেকে উন্নত করার চেষ্টা করেন অভিষেক। তিনি বলেন, ‘আগে এগুলোকে আমার বাথরুমের আয়নায় টাঙিয়ে রাখতাম। এখন আর আয়নাটা খালি নেই, পুরো ঢেকে গেছে। তাই এখন খাতায় লিখে রাখি।’

অভিষেককে যখন জিজ্ঞেস করা হয় তিনি কাদের সমালোচনা লিখে রাখেন? তিনি বলেন, ‘সবার। সবার মতামতের গুরুত্ব আছে।’ কিন্তু সমালোচনা নিজের সংগ্রহে রাখার এই বুদ্ধি কার কাছ থেকে পেয়েছিলেন অভিষেক? অভিনেতা জানান, তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এই বুদ্ধি দিয়েছিলেন। অভিষেক বলেন, ‘বাবা বলেছিল, নিজের সমালোচনা রোজ পড়বে।

নিজেকে উন্নত করে পরেরবার কাজে নামবে, যাতে তাদের ভুল প্রমাণ করতে পারো। এটাকে সব সময় অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করবে। আমি এটাকে আরও একটু বাড়িয়ে নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করি। রোজ সকালে এসব পড়ি। চেষ্টা করি নিজেকে বদলানোর।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ