ভৈরবে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মাওলানা কাজী জহিরুল ইসলামের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর আদর্শ দাখিল মাদ্রাসায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মাওলানা জয়নুল আবেদীন সিরাজী। প্রধান অতিথি ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, শিবপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক নেতা মাওলানা মো. ফায়জুল্লাহ, মুফতি সাইয়েদুর রহমান ও মো. নাসির উদ্দীন প্রধান।
স্মরণ সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষক নেতা অধ্যক্ষ মাওলানা কাজী জহিরুল ইসলামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া স্মরণ সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।