হোম > ছাপা সংস্করণ

তিন ইউপিতেই নৌকার জয়

যশোর ও কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যশোর সদর উপজেলার আরবপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

মিরপুর প্রতিনিধি জানান, উপজেলার চিথলিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হক বাবলু ৫ হাজার ১৩৫  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন পিস্তল মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ৩ হাজার  ৩৭৯ ভোট। এ ছাড়া ধুবইল ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান মামুন ৫ হাজার ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।

মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কবির উদ্দিন জানান, দুটি ইউপিতে ইভিএমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। 
যশোর প্রতিনিধি জানান, সদর উপজেলার আরবপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান শহীদ আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৮৪ ভোট পেয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ‘আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ