হোম > ছাপা সংস্করণ

খামারসহ পাঁচ খড়ের গাদায় আগুন

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বাঙ্গলা গ্রামে এক রাতে একটি ডেইরি ফার্ম ও পাঁচটি বাড়ির খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয়রা প্রথমে কাজী নুরুর বাড়ির খড়ের গাদায় আগুন দেখতে পান। এ দৃশ্য দেখে গ্রামের লোকজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর পর্যায়ক্রমে গ্রামটির বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের মায়ের দোয়া ডেইরি ফার্মসহ আলতাফ হোসেন, আকবর হোসেন, ওবায়দুর রহমান, পিন্টুর খড়ের গাদায় আগুন দেখতে পান। এ সময় গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খান শিম্পা বলেন, হঠাৎ গভীর রাতে আগুনের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সময়মতো গ্রামের লোকজন আগুনের বিষয়টি টের না পেলে অনেক বড় ক্ষতি হতে পারত।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান ও খামারমালিক বলেন, ‘বেছে বেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বাড়িতে এ আগুন দেওয়া হয়েছে। ৫ তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।’

থানার উপপরিদর্শক শাজাহান খান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ