ঢাকার সাভারে কাজ করতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কাজী আওলাদ হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে সাভারের সিআরপি রোডের কাজী সাহাব উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
কাজী আওলাদ হোসেন ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দুলাবাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। ছাদের ড্যামেজ অংশ সিমেন্ট দিয়ে বন্ধ করতে গিয়েছিলেন তিনি। তার কিছু আলামত আমরা পেয়েছি। তারপর অন্য বিষয়গুলো মাথা রেখে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’