প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে তিনটি গান তৈরি হয়েছে। সুর ও সংগীত করেছেন ফুয়াদ নাসের বাবু। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রচার করা হবে গানগুলো।
‘শুভ জন্মদিন দেশনেত্রী শেখ হাসিনা, সালাম সালাম হাজার সালাম তোমায়’—এমন কথার একটি গান লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা। এই গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ, ইউসুফ, স্বরলিপি ও পুষ্পিতা। ‘শুভ জন্মদিন দেশনেত্রী শেখ হাসিনা’ গানটি প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমার সৌভাগ্য যে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাইবার সুযোগ হয়েছে। কথা, সুর মিলিয়ে আবেগময় এক গান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।’
‘শেখ হাসিনার জন্মদিনে গাও রে পরান ভরে গাও, এমন একজন নেতার কথা বিশ্বকে জানিয়ে দাও’—এমন কথার গানটি লিখেছেন হাসান মতিউর রহমান, গেয়েছেন অনুপমা মুক্তি ও সাব্বির জামান।
সাব্বির জামান বলেন, ‘আমি সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আবারও গাইতে পারলাম। গানের কথা ও সুর খুবই সুন্দর হয়েছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
‘এই দেশ এই মাটি জানে’ শিরোনামের গানটি লিখেছেন মিল্টন খন্দকার। গেয়েছেন পুতুল, পুলক, রাজীব ও লিজা। ‘এই দেশ এই মাটি জানে’ গানটি প্রসঙ্গে পুতুল বলেন, ‘আগেও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গাইবার সুযোগ হয়েছিল। আবারও সেই সুযোগ হলো। অদ্ভুত সুন্দর একটি গান হয়েছে।’