কালীগঞ্জ ফুলতলা মোড় সংলগ্ন মেসার্স রাফিন ট্রেডার্সের একটি টাইলসের দোকানের দেওয়াল ভেঙে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি বিভিন্ন প্রকার টাইলস ভেঙে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কালরগঞ্জ ফুলতলা মোড় সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটেছ।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম ও কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকেরা।
দোকানের মালিক কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের মোহাম্মদ এমাদুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কালীগঞ্জের ফুলতলা মোড়ে আবদুর রাজ্জাকের একটি ঘর ভাড়া নিয়ে পাঁচ বছর ধরে টাইলসের ব্যবসা করে আসছেন। টাইলসের গুদামঘরে পেছনের অংশে ঘরের ভিত দেবে গিয়ে দেয়াল ভেঙে পেছনের পুকুরের পানিতে পড়ে যায় ফলে মেসার্স রাফিন ট্রেডার্স টাইজের দোকানের দেশি-বিদেশি বিভিন্ন রং বেরঙের মালামাল ভেঙে গেছে।
পানিতে পড়ে নষ্ট হয়েছে। ব্যাপক অর্থের টাইজের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক
হতাশা ও কান্নাজড়িত কণ্ঠে দোকানের প্রোপ্রাইটর সাইফুল ইসলাম বলেন, ‘ডাচ বাংলা ব্যাংক, বুড়ো বাংলাদেশ ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে কোম্পানির কাছ থেকে বাকিতে মাল নিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। তার ব্যবসায়ী দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্য থেকে আট লাখ টাকার বিভিন্ন প্রকার টাইলস ভেঙে ও পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’