ঢাকার সাভারে একটি মসজিদ ভাঙচুর ও মসজিদ কমিটির সভাপতির ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে যুবদল নেতা রাজু আহমেদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজুকে কামরাঙ্গীরচর থানার ঝালুহাটির তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন সিকদার।
গ্রেপ্তার রাজু আহমেদ সাভারের রাজফুলবাড়িয়া এলাকার হারাননগর গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি। অপর আসামি রাজু আহমেদের ভাই মান্নান (৩৩) এখনো পলাতক আছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই জুমার নামাজের পর রাজফুলবাড়িয়া এলাকার হারাননগর বাইতুল জান্নাত জামে মসজিদে ভাঙচুর চালান রাজু, মান্নান ও তাঁদের সহযোগীরা। পরে মসজিদের জানালা ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করা হয়। সে অভিযোগ ২৬ জুলাই মামলা হিসেবে নথিভুক্ত হয়।
বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি কাজী আবুল মাজেদ বলেন, ‘জুমার দিন নামাজের পর মসজিদের জানালা ভাঙচুরের খবর পেয়ে মসজিদ দেখতে যায় আমার ছেলে আবুল কাসেম। কাসেমকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আমার ছেলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল অনেক দিন।’
এসআই সুজন সিকদার বলেন, মসজিদ ভাঙচুর ও মারধরের ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাজু। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আসামি মান্নানকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।