দিনাজপুরের নবাবগঞ্জ সদরে ১০ লাখ টাকা ব্যয়ে প্রায় ১০০ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। চুরি, ছিনতাইসহ নানা অপরাধ রোধ এবং জনসাধারণের নিরাপত্তায় নবাবগঞ্জ থানার সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, সিসি ক্যামেরা স্থাপনের জন্য সমিতির ব্যবসায়ীদের পক্ষ থেকে ৪ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ইতিমধ্যে তাঁরা ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক ৬ লাখ টাকা দিয়েছেন। সব মিলিয়ে ১০ লাখ টাকায় গোটা উপজেলা সদর সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এর নিয়ন্ত্রণ থানার পাশাপাশি ব্যবসায়ীদের কাছেও থাকবে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। এতে করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ অনেকাংশে সহজ হবে। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হবেন। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।