মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় পুঠিয়ায় চার ফার্মেসি (ওষুধের দোকান) মালিককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ প্রতিটি দোকান মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে অভিযান চলানো হয়। এ সময় ফাতেমা, গ্রামীম, সেতু ও লাইফ কেয়ার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে চারটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। চার ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর গতকাল উপজেলা সদরের সব ফার্মেসি বন্ধ করে দেন মালিকেরা।