আজ ১৩ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়া হানাদারমুক্ত হয়েছিল। এদিন পটিয়া থানা কম্পাউন্ডে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিকামী জনতা।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে থানা সদরে জড়ো হন।
জানা গেছে, কর্ণফুলীর নদীর দক্ষিণপাড়ে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ঘাঁটি হিসেবে পরিচিত এই উপজেলায় কমান্ডার শাহজাহান ইসলামাবাদী, কমান্ডার মহসিন খান, কমান্ডার আবু ছৈয়দ, কমান্ডার শাহ আলম আহমেদ নবী, সুলতান আহমেদ ও সিরু বাঙালিসহ বীর মুক্তিযোদ্ধারা তাঁদের দল নিয়ে উপজেলার পাশাপাশি রাউজান ও নাজিরহাটে গেরিলা অভিযানে অংশ নেন।