হোম > ছাপা সংস্করণ

পায়রা বন্দরে তিন নম্বর সতর্কসংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলে তিন দিনেও দেখা মেলেনি সূর্যের। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।

গত রোববার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

নিম্নচাপটি গত রোববার সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সঙ্গে উপকূলীয় এলাকা দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কুয়াকাটা আলীপুর মৎস্য বন্দর সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে জানান, বৈরী আবহাওয়া এবং সতর্ক সংকেত পেয়ে অধিকাংশ মাছ ধরা ট্রলার মহিপুর-আলীপুর সংলগ্ন শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে অবস্থান করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ