পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নোয়াখালীর চাটখিলে চেয়ারম্যান পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া চেয়ারম্যান পদে ৬১ জন, ইউপি সদস্য পদে ৩৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা যাচাই-বাছাই শেষে গতকাল রোববার দুপুরে এ ঘোষণা দেন উপজেলা রিটার্নিং কর্মকর্তারা।
চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন রামনারায়ণপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মহি উদ্দিন, পরেকাট ইউপিতে স্বতন্ত্র প্রার্থী টিপু সুলতান পাটোয়ারী, তাওহিদুল ইসলাম শাহীন, সমাজতান্ত্রিক দলের মো. মাইন উদ্দিন শেখ, বদলকোট ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এবং পাঁচগাঁও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শিব্বির আহমেদ।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, প্রার্থিতা বাতিল প্রার্থীরা ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।